× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কেন্দুয়ায় সাড়ে ৩ শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

অনলাইন

কেন্দুয়া( নেত্রকোণা ) প্রতিনিধি
(৪ বছর আগে) এপ্রিল ৩, ২০২০, শুক্রবার, ৫:৩৭ পূর্বাহ্ন

নেত্রকোণার কেন্দুয়ায় করোনাভাইরাস সংকটময় সময়ে  কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কল্যাণী যুক ফাউন্ডেশন। আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে সামাজিক নিরাপদ দুরুত্ব বজায়ে রেখে প্রায় সাড়ে ৩ শত জনের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন কল্যানী যুব ফাউন্ডেন চেয়ারম্যান কল্যাণী হাসান। রিপোর্টস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুনসহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরুণ কবি মোমেন এইচসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কল্যানী যুব ফাউন্ডেন চেয়ারম্যান কল্যাণী হাসান জানান, দেশে করোনাভাইরাসের লক্ষ দেখা দেয়ার পর থেকে আমার কর্মীরা নিয়ে গ্রামে গ্রামে হ্যান্ড মাইকে মানুষকে সচেতনতাসহ মাক্স ও সাবান বিতরণ করি। এখন দেখছি দরিদ্র  মানুষের ঘরে খাবার নেই তাই খাবারে ব্যবস্থা করছি। আজ প্রায়  সাড়ে ৩ শ পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছেন আর ইতিমধ্যে তার ফাউন্ডেশন পক্ষ থেকে প্রায় হাজারো মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাক্স - সাবান বিতরন করা হয়েছে বলে জানান তিনি। কল্যাণী আরো বলেন খাদ্য সংকটে আছে বহু মানুষ তাই সমাজের বিত্তবান এক্ষেত্রে জরুরী এগিয়ে আসার আহবান রাখেন। তার এই কাজে কয়েকজন শুভাঙ্খাকি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে তাদের চেষ্টা অব্যাহত রাখবেন বলেন জানান তিনি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর