× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সালমার

অনলাইন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
(৪ বছর আগে) এপ্রিল ৩, ২০২০, শুক্রবার, ৬:১৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া   দিনমজুর   ও   নিম্ন   আয়ের   মানুষের   পাশে   দাঁড়ানোর   আহ্বান জানিয়েছেন   খুলনার   মেয়ে  বাংলাদেশ   নারী   টি-টোয়েন্টি   ক্রিকেট   দলের অধিনায়ক   সালমা   খাতুন।   শুক্রবার   সকাল   ১০টার   দিকে   খুলনার   রূপসা উপজেলার   আইচগাতি   ইউনিয়নের   মিল্কি   দেয়ারায়   তার   নিজ   বাড়ির আশপাশের মানুষের মাঝে খাবার বিতরণের সময় এ আহ্বান জানান তিনি।সালমা নিম্ন আয়ের ৬০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করেন। এ   সময়   ২৯   বছর   বয়সী   অলরাউন্ডার   জানান,   তার   এই   সাহায্য   অব্যাহত থাকবে। তিনি সকল নারী ক্রিকেটার-সহ ক্রীড়াঙ্গনের সকলকে নিম্ন আয়েরখেটে   খাওয়ার   মানুষের   পাশে   দাঁড়ানোর   আহ্বান   জানান।   পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকার এবং বারবার সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অনুরোধ করেন। একই সঙ্গেসালমা   করোনা   ভাইরাস   সংক্রমণ   রোধে   সকলকে   সচেতন   হওয়ার   আহ্বানজানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর