× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

২২ দিন ধরে কলম্বোতে আটকা মালদ্বীপের টিসি স্পোর্টস

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩ এপ্রিল ২০২০, শুক্রবার

এএফসি কাপের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসে বেশ বেকায়দায় পড়লেন মালদ্বীপের টিসি স্পোর্টসের ফুটবলাররা। ১২ই মার্চ এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে হেরে যায় তারা। পরদিন ১৩ই মার্চ ঢাকা ছাড়ে টিসি স্পোর্টস। মালেতে যেতে হলে কলম্বো হয়ে যেতে হতো। তাই ঢাকা থেকে কলোম্বোর বিমান ধরেন ক্লাবটির ফুটবলাররা। কিন্তু করোনা ভাইরাসের লকডাউনে এখন কলম্বোতেই আটকে আছেন তারা।
সেখানকার স্থানীয় একটি হোটেলে বন্দী জীবন কাটছে সবার। ২২ দিন পার হলেও এখন পর্যন্ত দেশে ফিরতে পারেনি! কোভিড-১৯ এর কারণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুই জায়গাতেই চলছে লকডাউন। তাই তারা ইচ্ছে করলেও যেতে পারবেন না নিজ দেশে।
দলটির কোচ মোহাম্মদ নিজাম জানিয়েছেন তাদের এই দুর্ভোগের কথা।
বাংলাদেশ সফর শেষে টিসি স্পোর্টস ক্লাবের দেশে ফেরার কথা ছিল কলম্বো হয়ে। এখন দলটি অবস্থান করছে কলম্বোতেই। প্রথমে বাংলাদেশ সফরের কারণে সেখানে দুই সপ্তাহ থেকে মালদ্বীপে ফেরার কথা দলটির খেলোয়াড়দের। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মালদ্বীপ সরকার এই আইন জারি করে। কিন্তু ২২ দিন অতিবাহিত হলেও এখনো কলম্বো ছাড়তে পারেনি ক্লাবটি। কবে নিজ দেশে ফিরতে পারবেন তাও জানা নেই তাদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর