× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

স্ত্রীর কারণে পিএসজির চুক্তি হারালেন ইকার্দি

খেলা

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২০, শনিবার

ধারে এক মৌসুমের জন্য ইন্টার মিলান থেকে প্যারিস সেন্ট জার্মেইতে খেলতে এসেছেন মাউরো ইকার্দি। ফর্মে থাকায় একাদশে নিয়মিতই জায়গা মিলছে তার। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পাকাপাকিভবে দলে ভেড়াতে যাচ্ছে ফরাসি ক্লবাটি- এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। কিন্তু বৃটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, ২৭ বছর বয়সী ইকার্দির চুক্তি বাতিল করেছে পিএসজি। পেছনে কারণ তার স্ত্রী ওয়ান্দা নারা।

নারা কেবল ইকার্দির স্ত্রীই নন, তার এজেন্টও। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, নারার এক মন্তব্যের কারণেই ইকার্দিকে আর রাখতে চাইছে না পিএসজি। নারা নাকি পিএসজিকে বলেছেন, প্যারিস ছেড়ে মিলানে ফিরতে চাইছেন ইকার্দি।

গত মৌসুমেও ইন্টার মিলানের প্রধান খেলোয়াড় ছিলেন ইকার্দি। অধিনায়কত্ব পেয়েছিলেন ক্লাবটির।

কিন্তু নানা কারণে নেরাজ্জুরিদের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যায় তার। অধিনায়কত্ব হারান। আন্তেনিও কন্তে ইন্টারের কোচ হওয়ার পর ইকার্দিকে তার ভাবনা থেকে বাদ দেন। লাওতারো মার্জিনেজ ও রোমেলু লুকাকুকে নিয়ে কন্তে গড়েছেন নতুন আক্রমণ জুটি। ভালোই সাফল্য পাচ্ছে এ জুটি। এ কারণে সান সিরোতে ফিরলেও ইকার্দিকে হয়তো সাইডবেঞ্চে থাকতে হবে। কপাল ভালো থাকলে আসছে দলবদল মৌসুমে নতুন ঠিকানা পেয়ে যেতে পারেন তিনি। ইংলিশ ক্লাব চেলসি একজন ভালো মানের স্ট্রাইকার খুঁজছে। চলতি মৌসুমে ফরাসি লীগ ওয়ানে পিএসজির হয়ে ২৬ ম্যাচে ১৭ গোল করা ইকার্দি আদর্শ হতে পারে চেলসির জন্য।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর