× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা: মৃতদের স্মরণে ৩ মিনিটের নীরবতা পালন চীনে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৪, ২০২০, শনিবার, ৪:১৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে মৃতদের স্মরণ করলো চীন। আজ শনিবার তিন মিনিটের জন্য সারা চীন নীরবতা পালন করে। এ সময় যে যেখানে ছিলেন, সেখানেই এ কর্মসূচি পালন করেন। ফলে ওই তিন মিনিট পুরো চীন ছিল অচল, স্থির। করোনা ভাইরাস সংক্রমণে চীনে কমপক্ষে ৩৩০০ মানুষ মারা গেছেন। তাদের স্মরণে আগে থেকেই এই নীরবতা পালনের ঘোষণা দেয়া হয়েছিল। স্থানীয় সময় সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়। জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত।
গাড়ি, ট্রেন এবং জাহাজ থেকে বাজানো হয় হর্ন। ডিসেম্বরে দেশটির হুবেইি প্রদেশের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর তা আস্তে আস্তে সারাবিশে^ ছড়িয়ে পড়ে। আক্রান্ত হন কমপক্ষে ১০ লাখ মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৬০,০০০ মানুষ। আজ নীরবতা পালনকালে উহান শহরের সব ট্রাফিক লাইট সকাল ১০টায় লাল হয়ে যায়। এতে সব যান থেমে যায়। মৃতদের ‘শহীদ’ আখ্যায়িত করে সরকার বলেছে, এটা হলো মৃতদের প্রতি তাদের সম্মান জানানোর একটি সুযোগ। করোনা নিয়ে লড়াই করতে গিয়ে চীনে ডাক্তারসহ কমপক্ষে ১৪ জন মেডিকেলকর্মী মারা গেছেন। এর মধ্যে রয়েছেন ডাক্তার লি ওয়েনলিয়াং। তিনি প্রথমে এই ভাইরাসের বিষয়ে সতর্ক করেছিলেন। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিয়েছিলেন চীনের একজন নার্স। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যেসব রোগী আর আমাদের সহকর্মীরা মারা গেছেন তাদের জন্য শোকগাঁথা। আশা করি তারা স্বর্গবাসী হবেন। প্রেসিডেন্ট শি জিনপিং এবং সরকারের অন্য কর্মকর্তারা রাজধানী বেইজিংয়ে তাদের নীরবতা প্রকাশ করেন। এ সময় তাদের বুকের ওপর সাদা ফুল পিনআপ করা ছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর