× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনার মধ্যে নাকাল পাটুরিয়া ফেরি ঘাট

অনলাইন

রিপন আনসারী, মানিকগঞ্জ থেকে
(৪ বছর আগে) এপ্রিল ৪, ২০২০, শনিবার, ৫:২৩ পূর্বাহ্ন

শনিবারের পাটুরিয়া ফেরি ঘাট। করোনার মহামারির মধ্যেও জীবনের ঝুকি নিয়ে এ যেনো এক নির্মম দৃশ্য। একটি করে ফেরি পাটুরিয়া ঘাটে নোঙ্গর করছে আর তাতে কোন যানবাহন নেই আছে শুধু মানুষ আর মানুষ। কিসের করোনা আর কিসের মহামারি। শরীরের সাথে শরীর ঘেষে এক ধরনের গাদা গাদি করেই মানুষের ফেরিতে উঠা-নামার চম দৃশ্য। যেখানে করোনার এই মহামারী ঠেকাতে সারা দুনিয়া কার্যত লক ডাউন হয়ে আছে সেখানে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটের এমন  মর্মষ্পর্ষী দৃশ্য যেকোন মানুষজনকে ভাবিয়ে তুলবে।  কারণ একটাই বেতন ভাড়া আর চাকুরী জীবিত রাখতে হবে।

দেখা গেছে ,শনিবার সকাল থেকে মানুষের উপচে পড়া ভীড়ে বিপর্যস্ত পাটুরিয়া ঘাট। দৌলতদিয়া প্রান্তে থেকে ছেড়ে আসা একেকটি ফেরি থেকে হাজারো যাত্রী নামছে এই ঘাটে।
তবে ঘাটে নেমেই বেকায়দায় পড়ছেন বিশেষ করে পোষাক কর্মীরা। যাত্রীবাহী  বাস ও কোচ নেই। নেই গাবতলি গামী  লোকাল বাসও।

তাই তো ঘাট থেকে বেশীর ভাগ মানুষ মাইলের পর মাইল পায়ে হেটে শিবালয় উপজেলার উথুলী বাস ষ্ট্যান্ডে যাচ্ছেন। সেখানে গিয়ে কেউ ছোট বড় ট্রাক আবার কেই অটো রিকসা আবার কেউ ভ্যান গাড়িতে চড়ে যাচ্ছে ঢাকা মুখী। তাও আবার ভেঙ্গে ভেঙ্গে যেতে হচ্ছে। দুই-তিন ষ্টেশন পরপর পরিবহন পরিবর্তন করে ছুটে চলছে ঢাকার পথে।
যাত্রীদের অভিযোগ, করোনাকে পুজি করে পরিবহন ভাড়ার কোন নিয়ম নীতি নেই। একেকজন মানুষকে ঢাকা পৌছাতে গুনতে হচ্ছে কমপক্ষে ৫শ  টাকা পর্যন্ত। আবার কেউ একটু ভাল যেতে চাইলে প্রাইভেটকারও পাওয়া যাচ্ছে। সেখানে হাজার টাকা ভাড়া গুনতে হচ্ছে জনপ্রতি যাত্রীকে। তারা বলছে,রোববার গার্মেন্টস খোলা, তাই বেতন আর চাকুরী বাঁচাতেই জীবনের ঝুকি নিয়ে তাদের এই পথ চলা।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস জানিয়েছে, শনিবার সকাল থেকেই নদী পার হয়ে বিভিন্ন জেলা থেকে আসতে থাকে মানুষ। এদের বেশীরভাগই বিভিন্ন গার্মেন্টসে কাজ করা মানুষ। গার্মেন্টস খোলা থাকায় তারা জীবিকার তাগিদেই কর্মস্থলে যাচ্ছে। কিন্তু আমাদের নির্দেশ, রাস্তায় এত মানুষ থাকা যাবে না। দ্রুত রাস্তা ত্যাগ করতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর