× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘করোনা এখনো ছাড়েনি আমায়’ দিবালার প্রেমিকার সতর্কবার্তা

খেলা

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২০, রবিবার

জুভেন্টাসের ইতালিয়ান ফুটবলার দানিয়েল রুগানির করোনা ভাইরাস ধরা পড়ায় ক্লাবের সব ফুটবলারকে  পাঠানো হয় কোয়ারেন্টিনে। এরপর গত মাসে করোনা পজিটিভ আসে দলটির আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। তার প্রেমিকা ওরিয়ানা সাবাতিনিও আক্রান্ত হয় এ ভাইরাসে। আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠেছেন বলেই জানিয়েছিলেন তারা। কিন্তু বৃহস্পতিবার সাবাতিনি নিশ্চিত করেছেন, শরীরে এখনো কভিড-১৯ বহন করছেন তিনি। তবে দিবালার করোনা রয়ে গেছে কিনা এ ব্যাপারে কিছু জানাননি এই আর্জেন্টাইন গায়িকা।

ভক্তদের সতর্ক করে বৃহস্পতিবার ২৩ বছর সাবাতিনি বলেন, ‘সবাইকে আপডেট জানাচ্ছি। কারণ অনেকেই আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছে। ২১শে মার্চ আমি ও আমার বয়ফ্রেন্ড করোনা টেস্ট করাই।

দুজনেরই পজিটিভ আসে। তিন দিন আগে পুনরায় টেস্ট করানো হয় আমাদের। ফল আসে নেগেটিভ। তবে গতকাল (বুধবার) তৃতীয়বারের মতো টেস্ট করাই আমি। এবার পজিটিভ! মানে এখনো করোনা ভাইরাস রয়ে গেছে আমার শরীরে।’

এই ভাইরাসের চরিত্র সম্পর্কে মানুষ যে কিছুই জানে না সেটিও তুলে ধরেছেন সাবাতিনি। তিনি বলেন, ‘আমি আসলে জানি না কেন এটা নেগেটিভ আসলো, কেনই বা পজিটিভ। আমি শুনেছি, করোনা ভাইরাসের সংস্পর্শে আসার পর টেস্ট করালে সেটি ফলস নেগেটিভ দেখাতে পারে। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আরেকটি টেস্ট করাতে হয়। এতেই বোঝা যায়, ভাইরাসটি সম্পর্কে আমাদের জ্ঞান কত কম।’

তবে ওরিয়ানা জানিয়েছেন, বর্তমানে তিনি ও দিবালা সুস্থ আছেন। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে এই গায়িকা বলেন, ‘যা হোক, আমরা দুজনই ভালো আছি। তেমন কোনো লক্ষণ নেই আমাদের মাঝে। যাদের সন্দেহ আছে তাদের বলছি, ১৫ দিন যথেষ্ট নয়। যদি মনে হয় এখনো ভাইরাসটি আপনার শরীরে রয়ে গেছে তাহলে ঘরে থাকুন। নিজের ও অন্যের খেয়াল রাখুন।’

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর