× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ইতালির আইসিইউতে প্রথমবারের মতো কমেছে রোগীর সংখ্যা

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৫, ২০২০, রবিবার, ৬:৫৮ পূর্বাহ্ন

প্রায় দুই সপ্তাহের মধ্যে গতকাল শনিবার করোনা ভাইরাসে সবচেয়ে কম মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এদিন প্রথমবারের মতো দেশটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোয় (আইসিইউ) কমেছে রোগীর সংখ্যা। তারা দেশবাসীর প্রতি লকডাউন অমান্য না করতে আহ্বান জানিয়েছেন। বলেছেন, লকডাউনের কার্যকারিতা প্রকাশ পেতে শুরু করেছে। যদিও শনিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন আরো ৪ হাজার ৮০৫ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইতালির সিভিল প্রটেকশন বিভাগ শনিবার জানায়, দেশটিতে ওইদিন দেশজুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন। এতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৩২ জনে। দেশটিতে করোনা মহামারী দেখা দেয় গত ২১ ফেব্রুয়ারি।
এর মধ্যে গত ২৩শে মার্চের পর শনিবারই দেশটিতে সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছে।
এদিকে, শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন। তবে কমেছে আইসিইউতে থাকা রোগীর সংখ্যা। শুক্রবার পর্যন্ত দেশটির আইসিএউগুলোয় ৪ হাজার ৬৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। শনিবার সে সংখ্যা কমে ৩ হাজার ৯৯৪ জনে নেমে আসে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর