× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ফৌজদারহাট বিআইটিআইডিতে ১২ দিনে ১২১ জনের নমুনা পরীক্ষা, পজেটিভ ১

বাংলারজমিন

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৫ এপ্রিল ২০২০, রবিবার

করোনা ভাইরাস শনাক্তে গত ১২ দিনে ১২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সীতাকুন্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
জানা যায়, বিআইটিআইডি হাসপাতালটিতে অনেক দিন যাবত কিট ছিলনা। কিট আসার পর গত ২৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়। হাসপাতলটি থেকে একজন ডাক্তার এবং দুইজন টেকনেশিয়ান ঢাকা থেকে করোনা ভাইরাস পরীক্ষার ট্রেনিং নিয়ে আসে। তাদের মাধ্যমে চলছে করোনার পরীক্ষা।
বিআইটিআইডি’র পরিচালক বলেন, আমরা এখন পর্যন্ত ১২১ জনের নমুন পরীক্ষা করেছি। এর মধ্যে একজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
বিআইটিআইডি হাসপাতালের সহকারী অধ্যাপক শাকিল আহমেদ বলেন, নমুনা পরীক্ষার ১২১ জনের মধ্যে ১ জনের করোনা পজেটিভ আসে। তিনি জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। আমরা একশ কিট নিয়ে মার্চের ২৫ তারিখ থেকে পরীক্ষা শুরু করি।
পরে আরো কিট আসে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর