× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মালয়েশিয়ায় অনুপ্রবেশের সময় ২০২ সন্দেহভাজন রোহিঙ্গা আটক

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৫, ২০২০, রবিবার, ১০:১২ পূর্বাহ্ন

 মালয়েশিয়ার ল্যাংকাওয়ি দ্বীপ থেকে কিছুটা দূরে সমুদ্র উপকূলে অনুপ্রবেশের সময় নৌকা থেকে ২০২ ব্যক্তিকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা মুসলিম। মালয়েশিয়ার সামুদ্রিক আইনপ্রয়োগকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে তাদের এক নৌকাসহ আটক করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মিয়ানমারের সহিংসতা ও বাংলাদেশের শরণার্থী শিবিরের দারিদ্র্যপীড়িত অবস্থা থেকে পালিয়ে অনেক রোহিঙ্গাই মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু দেশটি কোনো অনুপ্রবেশকারীকে শরণার্থী হিসেবে গ্রহণ করে না।
রোববার আটক হওয়া দলটির মধ্যে ১৫২ জন পুরুষ, ৪৫ জন নারী ও ৫ শিশু রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী। তাদের দেশটিতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সামরিক অভিযানের নামে নির্মম সহিংসতা চালায় সেদেশের সেনাবাহিনী। ওই সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা।
দেশটিতে বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বিভিন্ন অস্থায়ী শিবিরে বাস করছে। তবে প্রায়ই তারা শিবির ছেড়ে পালানোর চেষ্টা করে থাকে। এখন পর্যন্ত কয়েকশ’ রোহিঙ্গার এমন পলায়ন ঠেকিয়েছে বাংলাদেশের নিরাপত্তাবাহিনী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর