× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আফ্রিকায় করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রস্তাব; দুই চিকিৎসককে ধুয়ে দিলেন দ্রগবা-ইতো

খেলা

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২০, সোমবার

করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার জায়গা হতে পারে আফ্রিকা। টেলিভিশন অনুষ্ঠানে ফ্রান্সের দুই চিকিৎসকের এমন মন্তব্যে খেপেছেন কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবা ও স্যামুয়েল ইতো। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকের মন্তব্যের তীব্র প্রতিবাদও জানান এই দুই ফুটবলার।

ফ্রান্সের টেলিভিশন এলসিআই নেটওয়ার্কের কাছে দেয়া সাক্ষাতকারে চিকিৎসক জিন পল ও ক্যামিল লট মন্তব্য করেন, মাস্ক ও চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতার কারণে করোনার ভ্যাকসিন এখন খুব জরুরি। ভ্যাকসিন ও সম্ভাব্য ওষুধ পরীক্ষা-নিরীক্ষার করা যেতে পারে আফ্রিকায়। এমন মন্তব্য ভাইরাল হলে প্রতিবাদ আসতে থাকে বিভিন্ন মহল থেকে।

দুই ফরাসি চিকিৎসকের প্রস্তাবনার জবাবে এক টুইটে আইভরিকোস্টের কিংবদন্তি ফুটবলার দ্রগবা লিখেছেন, ‘আফ্রিকা কোনো পরীক্ষাগার নয়। আমি এসব মিথ্যা দাবির বিপক্ষে কঠোর নিন্দা জানাচ্ছি এবং তাদের এসব দাবিগুলো আদতে বর্ণবাদী। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আফ্রিকাকে সাহায্য করুন। আফ্রিকার মানুষদের গিনিপিগ বানাবেন না। এটা খুবই ন্যাক্কারজনক।
আফ্রিকার নেতাদের দায়িত্ব হচ্ছে এসব ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে নিজেদের জনগণকে রক্ষা করা।’

ওই চিকিৎসকদের সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করে টুইটের ক্যামেরুন ও বার্সেলোনার সাবেক তারকা ইতো লিখেছেন, ‘আফ্রিকা তোমাদের খেলার মাঠ নয়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর