× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হতদরিদ্র মানুষদের পাশে জিসিইএসও

বাংলারজমিন

অনলাইন ডেস্ক
৬ এপ্রিল ২০২০, সোমবার

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। বাংলাদেশেও এর বাইরে নয়। দেশের এ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলো অসহায়। বিপাকে পড়া হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে গ্রীন কভার এনভায়রনমেন্টাল এন্ড সোস্যাল অর্গানাইজেশন (জিসিইএসও) নামে পরিবেশবাদী সামাজিক সংগঠন।
এ সংগঠনের উদ্যোগে ঢাকার দক্ষিণ বনশ্রী তে হতদরিদ্র পরিবারের মাঝে মাস্ক, সাবান ও খাদ্য সামগ্রী(চাল,আলু,পেঁয়াজ, ডাল,তেল) বিতরণ করা হয় । জিসিইএসও স্চ্ছোসেবী সদস্যরা নিজেরাই যার যার অবস্থান থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন । সার্বিক সহযোগিতায় ছিলেন জিসিইএসও নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মোঃ মোসফিকুল রহমান মাসুম, মোঃ সোহেল আহমেদ সোহাগ, মোঃ আজিজুল ইসলাম, মোঃ মাহমুদুল হাসান কানন, মোঃ মিশুক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আহসান হাবিব, শেখ মিনার হোসেন, মোঃ ফাহাদ রহমান, মোঃ হামিদুল ইসলাম ।
''মানবতার সেবায় আমরা "এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি কার্যক্রমে অংশগ্রহণ করে পরিবেশবাদী এ সংগঠন ।
জিসিইএসও’র চেয়ারম্যান এস, কে আখতারুজ্জামান রাসেল বলেন, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে সচেতনতা খুব জরুরী । করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন । মুখে মাস্ক ব্যবহার করুন , সাবান দিয়ে বারবার হাত ধুয়ে নিন, বাসায় থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না । একমাত্র সচেতনতাই পারে আপনাকে এবং আমাকে নিরাপদ রাখতে
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর