× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্যামনগরে ভ্রাম্যমাণ মেডিকেল টিম উদ্বোধন

বাংলারজমিন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৬ এপ্রিল ২০২০, সোমবার

সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন করা হয়েছে। সোমবার ৬ এপ্রিল বেলা ১১ টায় ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন করেন এস এম জগলুল হায়দার এমপি। এসময় তিনি বলেন, করোনার কারনে যে কোন রোগী যদি হাসপাতালে যেতে না পারে, তাহলে মোবাইল করলে ভ্রাম্যমান মেডিকেল টিম রোগীর বাড়ী পৌছে যাবে। মানুষকে নিরাপদে রাখতে এবং কেউ যেন বাড়ি থেকে বের না হয় সে জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমি চাই আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, ডাঃ ওমর ফারুক চৌধুরী, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্জ্ব নাজমুল হুদা, ডাঃ জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
শ্যামনগর ইউএনও'র জরুরি তহবিলে মুক্তিযোদ্ধা সংসদের অনুদান

এদিকে শ্যামনগরে করোনায় হতদরিদ্রদের সহযোগিতায় গঠিত উপজেলা প্রশাসনের জরুরী তহবিলে অনুদান দিয়েছে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তহবিলে সোমবার ৬ এপ্রিল বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার এর করোনা কন্ট্রোল রুমে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট পঞ্চাশ হাজার টাকা অনুদান তুলে দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন।
এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর