× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গোয়াইনঘাটে ত্রাণ নিয়ে কর্মহীনদের বাড়িতে উপজেলা চেয়ারম্যান

অনলাইন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
(৪ বছর আগে) এপ্রিল ৬, ২০২০, সোমবার, ৭:৩৫ পূর্বাহ্ন

 করোনা সৃষ্ট দূর্যোগকালিন সময়ে ঘরবন্দি মানুষজনের পাশেই আছেন তিনি। সরকার এবং স্হানীয় এমপি সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হয়ে কাজ করে যাচ্ছেন। নিজের গাড়ি ভর্তি করে প্রতিদিনই  ছুটে চলছেন ইউনিয়নে ইউনিয়নে, ঘরে ঘরে। সরকারের বরাদ্দকৃত ত্রাণ তৎপরতার পাশাপাশি নিজের ব্যক্তিগত  তহবিল থেকেও বিতরণ করে চলেছেন মানবিক সহায়তা। শুধু তাই নয় গোয়াইনঘাটের অসহায় ঘরবন্দিদের পাশে থাকার ঘোষণা দিয়ে উপজেলা পরিষদ হতে প্রাপ্ত ৬ মাসের সম্মানি ভাতাও অসহায় ঘরবন্দি মানুষজনকে জন্য খাদ্য সামগ্রী কিনে দেয়ার ঘোষণা করেছেন তিনি। যাকে নিয়ে আলোচনা, তিনি হলেন সিলেটের   গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।  প্রতিদিন কোনো না কোনো এলাকায় তার আগমন ঘটে। যেখানেই যান, সেখানেই ঢল নামছে ত্রাণ প্রত্যাশী মানুষের। করোনা ভাইরাসের কারণে শ্রম অধ্যুষিত  লকডাউন হয়ে পড়া গোয়াইনঘাটের বেশিরভাগ মানুষ জনই অসহায় হয়ে পরে এক ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি।
শত শত পরিবার এ দুর্যোগ কেন্দ্রিক সময় অতিক্রম করছে। কর্মক্ষেত্র গুলো বন্ধ থাকায়,আর্থিক অভাব-অনটন হানা দিয়েছে প্রতিটি পরিবারে।

 সরকার ও বেসরকারি উদ্যোগে যে ত্রাণ তৎপরতা বরাদ্দ হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমতাবস্থায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ নিজের তহবিল থেকে ৬ মাসের সম্মানী ভাতা অসহায় ঘরবন্দি মানুষের জন্য  বিলিয়ে দেয়ার ঘোষণা দেন।সোমবার টানা সপ্তম দিনের মতো জরুরী ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। গোয়াইনঘাটের ৫ নং আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরবন্দী  নিতান্তই গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। একান্ত আলাপচারিতায় গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণে পৃথিবীটা যেন মৃত্যুপুরীতে রূপ নিচ্ছে। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এ তালিকা থেকে বাদ পড়েনি আমাদের দরিদ্র দেশ বাংলাদেশও। সরকারের সক্ষমতা থেকে শতভাগ চেষ্টা করা হচ্ছে দ্রুত করোনা ভাইরাস সংক্রমণ থেকে গোটা জাতি রক্ষা করতে। সরকার দেশের জনগনকে সুরক্ষিত রাখতেই সবাইকে ঘরে থাকতে নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় এ পর্যন্ত সরকারি বরাদ্দ থেকে ১৫০ পরিবার ও নিজের তহবিল হতে ৫ শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।  তিনি উপজেলা পরিষদ হতে তার প্রাপ্য সম্মানি ভাতার ৬ মাসের টাকা অসহায় গৃহবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ক্রয় করে বন্টন করে দেয়ার ঘোষণা দেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর