× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা আতংক / কুমিল্লায় মৃত্যুর ৭ ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার করল পুলিশ

অনলাইন

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
(৪ বছর আগে) এপ্রিল ৬, ২০২০, সোমবার, ১০:০৫ পূর্বাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে শফিকুর রহমান (৬৫) নামের একজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে। তবে তার সঠিক ঠিকানা জানা যায়নি। ৬ এপ্রিল সোমবার দুপুর ১২টায় তার মৃত্যু হলেও করোনা আতংকে কেউ লাশ উদ্ধারে এগিয়ে আসেনি। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম, পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর ও সেকেন্ড অফিসার খাদেমুল বাহার সঙ্গীয় ফোস নিয়ে লাশটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম’র নিকট হস্তান্তর করেন। শফিকুর রহমান গত কয়েকদিন ধরে জ্বর ও ডায়রিয়ায় ভোগছিলেন বলে অন্যান্য শ্রমিকরা জানান।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট ও ব্রাহ্মনবাড়িয়ার ৬৫ জন কৃষি শ্রমিক ২৭ মার্চ থেকে কুমিল্লার বিজয়পুরে আটকা পড়ে। ২৮ মার্চ থেকে ওই শ্রমিকরা জেলা প্রশাসনের তত্বাবধানে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে অবস্থান করে আসছে।
প্রতিদিন ৩ বেলা খাবার ও চিকিৎসা সেবা জেলা প্রশাসনের পক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ব্যবস্থা করে আসছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর