× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৭, ২০২০, মঙ্গলবার, ১০:১৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে কাজ করছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভয়াবহ এই ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বে এ ভাইরাসের সব থেকে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রেই। এ এ খবর দিয়েছে আলজাজিরা। খবরে বলা হয়, করোনায় ইতালি ও স্পেনের পরে যুক্তরাষ্ট্রেই সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্পেনে ভয়াবহ এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৫৫ জন। অপরদিকে প্রতিবেশী ইতালিতে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৬ হাজার।
এখন পর্যন্ত ভাইরাসে মৃতের সংখ্যায় সব থেকে এগিয়ে আছে ইতালি। তবে বিশ্লেষকরা বলছেন, মৃতের হার একই রকম থাকলে দ্রুতই করোনায় মৃত্যুর সংখ্যায় ইতালি কে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এক লক্ষ থেকে ২ লক্ষ ৪০ হাজার মার্কিনী প্রাণ হারাতে পারেন। তবে জনগণ যদি সরকার কর্তৃক ঘোষিত নির্দেশাবলী মেনে না চলে তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, চলমান সপ্তাহে সবথেকে বেশি মার্কিনীর প্রাণহানি ঘটবে। এতে প্রতিদিন সহস্রাধিক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দেশটিতে। এদিকে ভাইরাসটি নিয়ে জনগণকে সতর্ক করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে মার্কিন সরকার। দেশটির টেলিভিশনে বলা হচ্ছে, আপনি যুক্তরাষ্ট্রের ছোট শহরে থাকুন কিংবা বড় শহরে থাকুন আপনাকে অবশ্যই সরকার কর্তৃক ঘোষিত নির্দেশাবলী মেনে চলতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর