× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘সম্মান থাকতে থাকতে অবসর নাও’

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার

মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা।

রমিজ রাজা বলেন, ‘তাদের উচিত (হাফিজ-মালিক) সম্মান থাকতে থাকতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো। তবে তাদের প্রতি পাকিস্তানের ক্রিকেট কৃতজ্ঞ। কেননা তারা অনেকদিন দেশকে দারুণ সাফল্য এনে দিয়েছে।’

পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের বয়স যথাক্রমে ৩৯ ও ৩৮। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর দুই সিনিয়র ক্রিকেটার আবারো জাতীয় দলে ফিরেছেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ফেরাটা মন্দ হয়নি তাদের। হাফিজ দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১৭ ও ৬৭*। আর শোয়েব মালিক এক ইনিংস খেলার সুযোগ পেয়ে তুলে নিয়েছেন ফিফটি (৫৮*)।

তবুও রমিজ রাজা চান তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাক, ‘তারা যদি এখনই অবসর নেয় সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো হবে। নতুনরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।
ভবিষ্যতে শক্তিশালী দল গড়তে তরুণদের সুযোগ দেয়ার বিকল্প নেই।’

মোহাম্মদ হাফিজ অবশ্য ঘোষণা দিয়ে রেখেছেন, ‘চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।’ শোয়েব মালিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চার বছর আগে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর