× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা: প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজকে জামায়াতের স্বাগত

অনলাইন

অনলাইন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৭, ২০২০, মঙ্গলবার, ১১:৩৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাস সংকট উত্তরণে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাতে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ই-মেইল থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার  বলেন, করোনা ভাইরাসের প্র্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও বিধ্বস্ত উৎপাদনমুখী খাতগুলোকে টিকিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী যে আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন আমরা তাকে স্বাগত জানাই।

প্যাকেজটির কিছু সমালোচনা করে পরওয়ার বলেন, আমরা মনে করি সততা ও স্বচ্ছতার সাথে এবং স্বজনপ্রীতি, দলীয়করণ ও দুর্নীতির ঊর্ধেব উঠে প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলতার সাথে কাজ করবেন।

প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজটিকে ‘একটি ঋণের প্যাকেজ’ উল্লেখ করে জামায়াত নেতা এতে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাত, রেমিটেন্স পাঠানো প্রবাসী ও দেশের প্রান্তিক জনগোষ্ঠির বিষয়ে কিছু না থাকার সমালোচনা করেন।

তিনি বলেন, আমরা মনে করি প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা প্যাকেজে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাত ও প্রবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠির সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত। বর্তমান সংকটের সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আরও বেশি করে প্রান্তিকভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর