× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নিজ এলাকার ৫০০ পরিবারের পাশে বর্ষা

বিনোদন

স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার

চিত্রনায়িকা বর্ষা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মেয়ে।  মহামারি করোনার এই দুর্দিনে এ নায়িকা ছুটে গেলেন নিজ এলাকায়। খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ালেন ৫০০ পরিবারের পাশে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে বর্ষা নিজে উপস্থিত থেকে তার এলাকায় অসচ্ছল মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও নগদ অর্থ দান করেন।
তবে বর্ষা শুধু যে করোনাভাইরাসের জন্য মানুষের পাশে থাকছেন তা না; জানালেন তিনি সেচ্ছায় প্রায়শই তার গ্রাম এবং আশেপাশের মানুষদের সাহায্য করেন। এ বিষয়ে বর্ষা বলেন, করোনার ওসিলায় এবার আসা প্রায় ৫০০ পরিবারকে যতটুক আমার সামর্থ্য ছিল আমি সহযোগিতা করেছি। সচরাচর দেখা যায় যে মানুষকে কিছু দিতে গেলে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে মারামারি করছে, একটা প্যাকেট এর জন্য, খাবারের জন্য গণ্ডগোল করছে। কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল। বর্ষা এ জন্য তার চাচা ও শাহজাদপুর থানার সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি আরো বলেন, সবাই ভাল থাকবেন আর অনুগ্রহ করে যার যতটুকু সামর্থ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ান। অ্যামাউন্ট কোন বিষয় নয়,যত টুকু যার সামর্থ তা নিয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে।
আর করোনা মোকাবেলায়যে যে নিয়মের কথা বলা হচ্ছে তা সবাইকে মেনে চলার অনুরোধ রইলো। এই সমস্যা আসলে সবাইকে দূরে দূরে থেকেও এক সাথে কাজ করতে হবে। সবাই বাসায় থাকবেন প্লিজ, এ মহামারী থেকে বাঁচার এটাই সব থেকে বড় উপায়। আর বেশ বেশি দোয়া চাইতে হবে আল্লাহর কাছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর