× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিংগাইরে তাবলীগ জামাতের ৪ জন করোনায় আক্রান্ত

অনলাইন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
(৪ বছর আগে) এপ্রিল ৭, ২০২০, মঙ্গলবার, ২:২০ পূর্বাহ্ন

মানিকগঞ্জের সিংগাইরে তাবলীগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় একজন যুবকসহ তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এই নিয়ে তাবলীগ জামাতের ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো। মঙ্গলবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই তিন জনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে। এদের সবার বাড়ী ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন ১২ সদস্যরএকটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার করালে তার শরীরে করোনা ভাইরাস ধরা পরে। পরবর্তীতে রোববার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লক ডাউন করে দেয়
প্রশাসন।
সেই সাথে তাবলীগ জামাতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়। গত ৫ এপ্রিল ওই ১১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হলে, এদের মধ্যে তিন জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ ধরা পরে। তাদের একই সাথে জামাতে যোগ দেওয়ায় স্থানীয় ৬ জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে সোমবার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিভিল সার্জন আরো জানান, বাকীদের নমুনার পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার সন্ধ্যা কিংবা আগামীকাল (বুধবার) সকাল নাগাদ পাওয়া যাওয়ার সম্ভবনা রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর