× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আড়াইহাজারে করোনা সংক্রমণ রোধে ১০৮ ওয়ার্ডে কমিটি

অনলাইন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
(৪ বছর আগে) এপ্রিল ৭, ২০২০, মঙ্গলবার, ৩:২৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় প্রায় ৭ লাখ লোকের বসবাস। করোনাভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক অবস্থানে আছেন। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ও এ্যাসিল্যান্ড উজ্জল হোসেনের সার্বক্ষণিক ব্যাপক তৎপরতায় স্থানীয় বাজারগুলোতে দ্রব্যমূল্য স্থিতিশীল অবস্থায় আছে। তবে আশার কথা হলো এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর খবর পাওয়া যায়নি। সংক্রমণ রোধে উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে লোকজনের অবাধ চলাচল নিন্ত্রয়ণ করতে শুরু করেছেন। বিভিন্ন গ্রামের প্রবেশ পথে এরই মধ্যে বাঁশ দিয়ে কিংবা গাছের গুঁড়ি ফেলে অন্য এলাকা থেকে আগত যানবাহন ও লোকজনের চলাচলে নিয়ন্ত্রণ করছেন। এতে মানুষের মধ্যে কিছুটা হলেও সচেতনতা আসবে বলে মনে করা হচ্ছে।
পাশপাশি সংক্রমণ আতঙ্কেও কমে আসবে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টিনে আছেন ২৩ জন। এ পর্যন্ত পাঁচজনের নমুনা (শ্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। এখনো কোনো রিপোর্ট আসেনি। তবে করোনা আক্রান্ত রোগীরও সন্ধ্যান পাওয়া যায়নি। অপরদিকে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে ১০৮টি ওয়ার্ডের সাধারণ সদস্যকে প্রদান করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন বলেন, আমি জানতে পেরেছি করোনা সংক্রমণ মুক্ত থাকতে কিছু এলাকায় লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চলাচল কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। তিনি আরো বলেন, তবে জনদুর্ভোগ লাঘবে বিষয়টি খোঁজখবর নিচ্ছি। আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন বলেন, ওয়ার্ড মেম্বারকে প্রদান করে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোতে কমিটি করা হয়েছে। তারা প্রতিমুহুর্তের পরিস্থিতি পুলিশকে অবহিত করবে। এলাকায় কোনো ব্যক্তির শরীরে করোনা উপসর্গের সন্দেহ হলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পুলিশকে জানাবেন। হাইজাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য হান্নান বলেন, ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা এলাকায় লোকজনের অবাধ চলাচলের বিষয়টি নিয়ন্ত্রণ করবেন। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে এলাকায় প্রচার-প্রচারণা চালাবেন। আড়াইহাজার থানার এসআই রুপন বলেন, আমার তত্ত্বাবধানে হাইজাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে একটি কমিটি গঠন করে দিয়েছি। তারা আমাদের করোনা পরিস্থিতির আপডেট জানাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর