× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

তারকা যখন ঘরে /‘দূরত্ব ঠিক রেখে পরিবারকে সময় দিচ্ছি’

বিনোদন

স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার

করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবীই কার্যত অচল হয়ে গেছে।  অন্য সব কিছুর মতো বন্ধ হয়ে গেছে বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজনও। বাংলাদেশসহ দুনিয়ার বড় বড় উৎসব, কনসার্ট ও সিনেমা-নাটকের কার্যক্রম এখন বন্ধ। বলা হচ্ছে করোনা প্রতিরোধে এ সময়ে বাসায় থাকার কোনো বিকল্প নেই। আর এ সচেতনতা থেকেই অন্য সকলের মতো গৃহবন্দি হয়ে দিন কাটাতে হচ্ছে শোবিজ তারকাদেরও। ঘরে থাকার এ সময়টাতে কি করছেন জানতে চাওয়া হলে দেশীয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বলেন, এ সময়টাতে ডায়েট নিয়ে চিন্তা করছি না।

কী খাবো, কতটা ওজন বাড়বে, এসবের ভয় না করে প্রতিদিনই নানা কিছু খাচ্ছি। ওজন বাড়লে পরে না হয় কমানো যাবে। বাড়িতে থাকার বিষয় নিয়ে মেহজাবিন বলেন, বাড়িতে থাকতে কাদের অসুবিধা হচ্ছে জানি না।
আমার তো প্রতিদিনই শুটিং থাকতো। এ কারণে বেশিরভাগ সময়ই আমি বাইরে থাকতাম। সেই আমিই এখন ঘরে বন্দি। এ কারণে কষ্টতো আমার বেশি হওয়ার কথা। কই তা তো হচ্ছে না।  কারণ করোনার মতো ভয়াবহ এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করছি গোটা দুনিয়ার মানুষ।

আর এ যুদ্ধে জয়ী হতে হলে ঘরেই থাকতে হবে। আমার তো ভালোই লাগছে ঘরে থাকতে। বাসায় আমি দূরত্ব ঠিক রেখে পরিবারকে সময় দিচ্ছি।  অভিনয়ের ব্যস্ততার কারণে ঘরের অনেক কাজই করা হয়ে উঠে না। সেসব এখন করছি। মাঝে-মধ্যে এটা-সেটা রান্না করছি। বই পড়ছি। এছাড়া আগে দেখা হয়নি  এমন কিছু নাটক ও সিনেমা দেখছি। আর আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করছি, তিনি যেন এ মহাদুর্যোগ থেকে পৃথিবীর সব মানুষকে আশু মুক্তি দেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর