× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আইসোলেশন পিরিয়ডের পর পুলিশ জেরা করবে কণিকাকে

বিনোদন

বিনোদন ডেস্ক
৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

সদ্য করোনা ভাইরাসমুক্ত হওয়া বলিউড গায়িকা কণিকা কাপুরকে জেরা করবে পুলিশ। তবে ‘বেবিডল’ খ্যাত এই গায়িকা এখন আছেন আইসোলেশনে। এখান থেকে বের হওয়ার পরেই লখনউ পুলিশ তাকে জেরা করবে বলে জানা যায়। পুলিশ জানায়, তার নামে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কণিকার বিরুদ্ধে অভিযোগ, লন্ডন থেকে ফিরে তিনি নিয়ম মতো ১৪ দিনের কোয়ারেন্টিনে যাননি। উলটে বিদেশযাত্রার খবর গোপন করেছিলেন তিনি। এছাড়া লন্ডন থেকে ফিরে লখনউয়ে একটি  জমকালো পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে শ’খানেক লোক নিমন্ত্রিত ছিল।


নিমন্ত্রিত ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে ও তার সাংসদ পুত্র দুষ্মন্ত সিং। তবে খবর জানার পর তারা নিজেদের সেলফ কোয়ারেন্টিনে রাখেন। দুষ্মন্ত সিং এরইমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তৃণমূল সাংসদ ডেরেক ও ’ব্রায়েন-সহ অনেকের সঙ্গেই সাক্ষাৎ করেন। এ কারণে কণিকা কপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকে নিজেদের গৃহবন্দি করে হোম কোয়ারেন্টিনে চলে যান সকলেই। রাস্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের সব কাজ বাতিল করে দেন। বাকি রাজনৈতিক  ব্যক্তিত্ব যারা সেদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন, এমনকি পরে দুষ্মন্তের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারাও আতঙ্কে সেল্ফ কোয়ারেন্টিনের পথ বেছে নেন। যদিও স্বস্তির কথা কেউই করোনায় আক্রান্ত হননি।

কিন্তু কণিকার এমন কান্ডে তার বিরুদ্ধে লখনউ পুলিশের কাছে দায়ের হয় এফআইআর। গায়িকার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করে উত্তরপ্রদেশর সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখনউয়ের এক স্বাস্থ্য আধিকারিক। এখন সেই মামলা নিয়েই লখনউ পুলিশ কাণিকাকে জেরা করার পরিকল্পনা করছে। তার আইসোলেশন পিরিয়ড শেষ হলেই শুরু হবে এ জেরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর