× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাসীদের দুর্দশা লাঘবে সরকার কাজ করছে

অনলাইন

কূটনৈতিক রিপোর্টার
(৪ বছর আগে) এপ্রিল ৯, ২০২০, বৃহস্পতিবার, ৪:৩৮ পূর্বাহ্ন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দুনিয়ার দেশে দেশে দুর্দশার মধ্যে পড়া বাংলাদেশিদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে বলেছেন, যেসব দেশ বাংলাদেশিদের ফোরানোর চাপ দিচ্ছে কিংবা ফ্লাইট জটিলতায় তারা আটকে গেছেন তাদের ফেরানোর উপায় খোঁজা হচ্ছে। মন্ত্রীর ভাষ্যটি ছিল এমন- করোনাভাইরাস সংকটে বিশ্বের যে কোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনব।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা প্রসঙ্গে আন্তঃমন্ত্রণালয় এক বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন। এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, ভারতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন। ওই সময়ের মধ্যে সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা সম্ভব নয়। সূচনা বক্তৃতায় ড. মোমেন বলেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। প্রবাসীদের যে দুর্দশা সৃষ্টি হয়েছে তা লাঘবে সরকার চেষ্টা করছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার আমাদের প্রবাসীদের সাহায্য করছে, আমাদের মিশনগুলোকে সাহায্য করছে।
আমরা তাদের ধন্যবাদ জানিয়ে চিঠি লিখব।মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় কিছু দেশ আমাদের দেশে মেডিকেল টিম পাঠাতে চায় সে সম্পর্কে এই বৈঠকে আলোচনা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ সংকট মোকাবিলায় আমরা আমাদের মিশনগুলোর সঙ্গে আলাপ করব। আমরা ইতোমধ্যে অনেক কিছু জেনেছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেদিন এক ফেসবুক লাইভে প্রায় এক ঘন্টা কথা বলেছেন। তাদের যে ধরনের সাহায্য দরকার তা দিতে চেষ্টা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জনিয়েছে- করোনাভাইরাসের কারণে দুনিয়ার দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি শ্রমিক বিশেষ করে অবৈধ এবং নানা আপরাধে যুক্ত যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ফেরাতে চাপ দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ৪ দেশ এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার দুটি দেশ বাংলাদেশিদের ফেরত পাঠাতে  চিঠি দিয়েছে। কুয়েতেরর ডিটেনশন সেন্টারে থাকা প্রায় দেড় শতাধিক শ্রমিককে মুক্ত করে আগামি সপ্তাহে স্পেশাল ফ্লাইটে ঢাকায় পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ তাদের গ্রহণে নীতিগত সম্মতি দিয়েছে, তবে অনুরোধ করেছে ১৪ই এপ্রিলের আগে ফ্লাইটটি না পাঠাতে। তবে অন্যান্য দেশকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি কাউকে ফেরত না পাঠানোর অনুরোধ করবে ঢাকা। এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমি ও প্রবাসী কল্যাণমন্ত্রী বিভিন্ন দেশকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে যাচ্ছি, যারা আমাদের নাগরিকদের এ সংকটে তাদের দেশে সহায়তা দিয়ে যাচ্ছে তাদের।
উল্লেখ্য, বিভিন্ন দেশের চাপ এবং আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা সম্পর্কিত প্রথম বৈঠক গত রোববার (৫ এপ্রিল) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর