× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কেরানীগঞ্জে ত্রাণ পেল ২৬ হাজার কর্মহীন পরিবার

অনলাইন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
(৪ বছর আগে) এপ্রিল ৯, ২০২০, বৃহস্পতিবার, ৫:২৬ পূর্বাহ্ন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সহযোগিতায় এবার ত্রাণ পেল উপজেলার ২৬হাজার খেটে খাওয়া দিনমুজুর অসহায় কর্মহীন পরিবার। উপজেলার  ১২টি ইউনিয়নে একসাথে  অসহায় কর্মহীন মানুষের হাতে হাতে এসব ত্রাণ সামগ্রী এখন পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , মেম্বর ও  স্বেচ্ছাসেবীদের মাধ্যমে একটি কমিটি গঠন করে দলমত নির্বিশেষে কর্মহীন অসহায় মানুষের তালিকা তৈরি করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ২৬হ াজার কর্মহীন অসহায় পরিবারের মধ্যে জিনজিরা, আগানগর, কালিন্দী, শাক্তা, রোহিতপুর, কলাতিয়া, হযরতপুর, বাস্তা, তেঘরিয়,তারানগর এবং কোন্ডা এই ১১টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২হাজার কর্মহীন অসহায় পরিবাররের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। শুধু মাত্র শুভাঢ্যা ইউনিয়নে ৪ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি  ৫কেজি আটা,  ৩ কেজি আলু,  ১কেজি পিঁয়াজ ও ১লিটার তেল।

তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া বলেন, আমরা নিরপেক্ষভাবে আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খেটে খাওয়া দিনমজুর কর্মহীন মানুষের ঘরেঘরে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সরকার সারাদেশ ব্যাপী দীর্ঘ ছুটি ঘোষনা করেছেন।
এ কারণে দেশের সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। এতে কেরানীগঞ্জের খেটে খাওয়া দিনমুজুর শতশত মানুষ কর্মহীন হয়ে পড়ে। কেরানীগঞ্জে একটি পরিবারকেও আমরা অভুক্ত অবস্থায় থাকতে দেব না। তাই আমরা এসব কর্মহীন মানুষকে এই মহামারীর সময়ে খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। যতদিন দেশের এই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে ততদিন পর্যন্ত আমরা এই কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে তাদের সবধরনের সাহায্য সহযোগিতা করে যাব ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর