× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মোবাইল ব্যাকিংয়ে ১৫ হাজার শ্রমিকের বেতন দিলো ক্রনি গ্রুপ

অনলাইন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
(৪ বছর আগে) এপ্রিল ৯, ২০২০, বৃহস্পতিবার, ৮:১০ পূর্বাহ্ন

করোনো ভাইরাসের মহামারি রোধে সরকারের নির্দেশে দেশের বেশীর ভাগ গার্মেন্ট বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মার্চ মাসের বেতন পরিশোধ করেছে ক্রনি গ্রুপ। বুধবার মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে সকলের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন ক্রনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালন এ এইচ আসলাম সানী। যাদের মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক একাউন্ট রয়েছে তারা ইতিমধ্যে বেতন পেয়ে গেছে বলে জানান তিনি। তবে যাদের ব্যাংক একাউন্ট এবং মোবাইল ব্যাংকিং সুবিধাটি নেই তাদের বেতনও দ্রুত দেয়ার ব্যবস্থা করছেন তারা।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের ব্যবসা বাণিজ্য বিশেষ করে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের কোটি কোটি টাকার অর্ডার বালিত হয়েছে। উৎপাদন না হওয়ায় শিল্প প্রতিষ্ঠান গুলো ধ্বংসের মুখে। পোষাক তৈরী করেও তা শিপমেন্ট করতে না পারায় গার্মেন্ট প্রতিষ্ঠান গুলোকে গুটিয়ে নেয়ার উপক্রম হয়েছে। করোনার কারণে বৈশ্বিক আর্থিক সংকটে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েও গার্মেন্ট গুলো শ্রমিক,কর্মচারী ও কর্মকমর্তাদের বেতন প্রদানে হিমশিম খাচ্ছে।
চরম এই আর্থিক সংকটের মধ্যেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নারায়ণগঞ্জের শ্রমিক বান্ধব  ক্রনি গ্রুপ তাদের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন পরিশোধ করে আসলাম সানি বলেন, আমাদের অর্ডারের মধ্যে ৭০ শতাংশ বাতিল হয়েছে।  যেটুকু অর্ডার রয়েছে সেগুলো নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে মহা সংকটে পড়ে যাবো। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের পক্ষে ফ্যাক্টরি খোলা রেখে উৎপাদন করা সম্ভব নয়। তারপরেও আমরা শ্রমিকদের বেতন নিয়মিত দেয়ার চেষ্ঠা করছি।
এদিকে নিজ জেলা নরসিংদী জেলার বেলাব ও মনহোরদীতে প্রায় ১২শ' পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আসলাম সানী। পর্যায়ক্রমে এই সংখ্যাটা আরো বাড়বে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর