× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

হেলথম্যান হেল্প

শরীর ও মন

অনলাইন ডেস্ক
১৭ মে ২০২০, রবিবার

করোনার এই ক্রান্তিকালীন সময়ে অনেকেই ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছেন অথবা কমিউনিটি ট্রান্সমিশন এড়াতে প্রাইভেট চেম্বার গুলোও বন্ধ বেশিরভাগই। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী ভূমিকা পালন করছে Healthmen। এটি এমন একটি স্টার্ট আপ যার প্রধান উদ্দেশ্য, সবচেয়ে সহজেতম মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যা দেশের যেকোন স্থান থেকে পাওয়া যাবে।
HealthMen এর কার্যক্রমগুলোর মূলত লক্ষ্যঃ-

১৷ প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, যেটি নিশ্চিত করতে HealthMen প্রতিনিয়ই সচেতনতামূলক কন্টেন্ট - বিশেষজ্ঞদের সাথে সোস্যাল মিডিয়া লাইভ করে যাচ্ছে।

২৷ কিউরেটিভ বা প্রতিকারমূলক স্বাস্থ্যসেবা, যেখানে ইতিমধ্যেই ৭০ জন ডাক্তার - ফার্মাসিস্ট - সাইকোলজিস্ট - নিউট্রিশনিস্ট সহ সংশ্লিষ্ট স্বাস্থসেবীরা বিশ্রামহীন (২৪/৭) কাজ করে যাচ্ছেন।

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য HealthMen এর অন্যতম কনসার্ন।

HealthMen এর মূল কার্যক্রম অনলাইন ভিত্তিক হলেও পুরো সার্ভিস সাজানো হয়েছে উপযোগীতার উপর ভিত্তি করে, যেখানে থাকছে অনলাইন ও অফলাইন উভয় ধরনের সার্ভিস।
পেইড সার্ভিস হলেও বর্তমান করোনা পরিস্থিতিতে HealthMen বিনামূল্যে রোগীদের টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। যেখানে প্রতিদিনই শতাধিক রোগী স্বাস্থ্যসেবা পাচ্ছে।
পেজটির প্রতিষ্ঠাতা ও এডমিন মেডিকেলের শিক্ষার্থী নাকিব কামরান নিরলসভাবে স্বেচ্ছাসেবী ডাক্তারদের এক করে সূক্ষ তদারকির মাধ্যমে প্রতিদিন শতাধিক রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছেন। তার ভাষ্যমতে " হেলথম্যান আমাদের কারো একার না, আমাদের সবার, আমরা চাই দেশের যেকোন প্রান্ত থেকেই যেনো মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে, প্রতিটি রোগীর প্রাইভেসি রক্ষা করে সকল স্বাস্থ্য বিভাগের সেবা প্রদানই মুখ্য বিষয়"..আর অতি শীঘ্রই Healthmen App আসার কথা রয়েছে, এতে করে রোগী-ডাক্তারের যোগাযোগ আরো সহজ এবং সামঞ্জস্যপূর্ণ হবে বলে তিনি জানান।
https://www.facebook.com/healthmen.services/।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর