করোনা আপডেট
বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ৫০ লাখ
অনলাইন ডেস্ক
২০২০-০৫-২১
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়ালো। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৮৫ হাজার ৫০৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিন লাখ ২৯ হাজার ৭৩১ জন।
অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ লাখ ২১ হাজার ৬৬৬ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৭ লাখ ৩৪ হাজার ১০৭ জনের মধ্যে ২৬ লাখ ৮৮ হাজার ৩০৫ জনের সংক্রমণ মৃদু এবং ৪৫ লাখ ৮০২ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৯১ জন এবং মৃতের সংখ্যা ৯৪ হাজার ৯৯৪ জন।
অন্যদিকে রাশিয়ায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন এবং মৃতের সংখ্যা ২ হাজার ৯৭২ জন।
এছাড়া ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইরান, ভারত ও পেরুতে শনাক্তকৃত রোগীর সংখ্যা এক লাখের বেশি।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৩৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন।
অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ লাখ ২১ হাজার ৬৬৬ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৭ লাখ ৩৪ হাজার ১০৭ জনের মধ্যে ২৬ লাখ ৮৮ হাজার ৩০৫ জনের সংক্রমণ মৃদু এবং ৪৫ লাখ ৮০২ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৯১ জন এবং মৃতের সংখ্যা ৯৪ হাজার ৯৯৪ জন।
অন্যদিকে রাশিয়ায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন এবং মৃতের সংখ্যা ২ হাজার ৯৭২ জন।
এছাড়া ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইরান, ভারত ও পেরুতে শনাক্তকৃত রোগীর সংখ্যা এক লাখের বেশি।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৩৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন।