বিশ্বজমিন
দেখুন কেমন করে বিধ্বস্ত হলো পাকিস্তানে বিমান (ভিডিও)
মানবজমিন ডেস্ক
২০২০-০৫-২৩
পাকিস্তানে বিধ্বস্ত বিমানটির দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল। সে অবস্থায় ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলেন পাইলট। জানান মহাবিপদের কথা। কিন্তু কোনো উপকার হয় নি তাতে। তার বিমান তখন কোনো নিয়ন্ত্রণ শুনছে না। সরাসরি আপন গতিতে চলছে। এ অবস্থায় কয়েকবার রানওয়েতে অবতরণের ব্যর্ চেষ্টা চালান তিনি। কিন্তু পারলেন না। পরিণতিতে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় তার বিমান। এতে আরোহীদের ৯৭ জন নিহত হন। বেঁচে আছেন মাত্র দু’জন। ওই দুর্ঘটনার অনেক ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। এখানে তার কয়েকটি তুলে ধরা হলো-