অনলাইন
আজ চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ
অনলাইন ডেস্ক
২০২০-০৫-২৩
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ রোববার না সোমবার উদযাপিত হবে- তা নির্ধারণে আজ শনিবার সন্ধ্যায় সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য ছিলেন। কমিটি সভায় ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা হয়েছে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।