× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

রাতে বায়ার্ন-ডর্টমুন্ড দ্বৈরথ /বাভারিয়ানরা আজ পাচ্ছে না আলকানতারাকে

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২০, মঙ্গলবার



করোনাকালে পুনরায় ফুটবল শুরু হওয়ার পর আজ সবচেয়ে বড় দ্বৈরথ দেখতে পাবেন ক্রীড়াপ্রেমীরা। জার্মান বুন্দেসলিগায় আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট দল বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের সিগন্যাল ইডুনা পার্ক ভেন্যুতে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়। চিরপ্রতিদ্বন্দ্বী র্ডমুন্ডের বিপক্ষে আগুনে ম্যাচে আজ থিয়াগো আলকানতারাকে দলে পাচ্ছেন না বায়ার্ন কোচ হান্স ফ্লিক। সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বায়ার্নের জার্মান কোচ ফ্লিক বলেন, এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি বাভারিয়ান দলটির স্প্যানিয়ার্ড তারকা আলকানতারা। ফ্লিক বলেন, ‘থিয়াগো আজ (সোমবার) অনুশীলন করেনি। দুর্ভাগ্যবশত সে ম্যাচটি (ডর্টমুন্ডে) খেলতে পারবে না।’

শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দলের ৫-২ গোলে জয়ের ম্যাচেও খেলতে পারেননি বায়ার্নের এই স্প্যানিয়ার্ড প্লেমেকার। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ।
৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড। লীগে দুই দলেরই বাকি আছে সাতটি করে ম্যাচ।

২০১৩-১৪ মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন থিয়াগো আলকানতারা। মিউনিখ জায়ান্টদের জার্সি গায়ে ক্যারিয়ারে ২২৮ ম্য্যাচ খেলেছেন এ স্প্যানিয়ার্ড অ্যাটাকিং মিডফিল্ডার। বায়ার্ন মিউনিখের হয়ে এ পর্যন্ত করেছেন ৩১ গোল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর