× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির সঙ্গে আবারো বিতর্কে বার্সা কোচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২০, মঙ্গলবার



চলতি বছরের শুরুর দিকে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন কোচ কিকে সেতিয়েন। আর এর মধ্যেই দুই দফায় বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। এবার অবশ্য মেসিই প্রথম তীরটা ছুঁড়েছেন। আর্জেন্টাইন ফুটবল তারকা মন্তব্য করেছেন কোচ সেতিয়েনের খেলার ধরন নিয়ে। আর মেসির কথার জবাবও দিয়েছেন সেতিয়েন।
কিছুদিন আগে স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাৎকারে লিওনেল মেসি দলের খেলার ধরন নিয়ে মন্তব্য করেন। মেসি মনে করেন বার্সেলোনা যে ধরনের ফুটবল খেলছে সেই খেলা দিয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতা সম্ভব নয়। অন্যদিকে সেতিয়েন বলেছিলেন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের মতো ফুটবলই খেলে আসছে। আর বিতর্ক শুরু এখানেই।
গত মার্চে উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অব সিক্সটিন-এর প্রথম লেগে নাপোলির বিপক্ষে ইতালিতে ড্র করে বার্সা।
আর দ্বিতীয় লেগের খেলার আগেই করোনা মহামারি শুরু হয়। তারপরেই নতুন ম্যানেজারের ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন তোলেন মেসি।
কিকে সেতিয়েন মেসির কথার পাল্টা জবাব দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে বলেছেন, ‘মেসির কথায় বিতর্কের সূত্রপাত হয়েছে। চ্যাম্পিয়নস লীগ আমরা জিততে পারি। এই বিশ্বাস আমাদের রয়েছে। তবে আমাদের খেলায় আরও উন্নতি দরকার। তবে শিরোপা জয়ের জন্য দলের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।’

এর আগে মেসি বলেন, দলের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তার মনে নেই। কিন্তু সেতিয়েনের কোচিংয়ে বার্সার খেলার ধরন নিয়ে তিনি সন্তুষ্ট নন। ওই সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘শেষ ম্যাচে যে ছন্দে আমরা খেলেছিলাম তা দেখেই মনে হয়েছে, চ্যাম্পিয়ন্স লীগ জয়ের জন্য আমরা উপযুক্ত নই। দল নিয়ে আমার কোনো সন্দেহ নেই। চলতি মৌসুমে যে শিরোপার লড়াই বাকি রয়েছে, তাতেও আমরা জয়ী হতে পারি। কিন্তু যে ছন্দে শেষ ম্যাচ খেলেছি, সে ভাবে বাকি ম্যাচ খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।’
মেসি বলেন,  ‘সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমি অনেক ভাগ্যবান যে প্রতি বছর চ্যাম্পিয়ন্স লীগে খেলি। সেই সুবাদেই এটা বলতে পারি, যেভাবে শেষ কয়েকটি ম্যাচে খেলেছি, তাতে আমাদের পক্ষে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করা সম্ভব না।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর