× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সুজেয় শ্যাম

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৭ মে ২০২০, বুধবার

শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও বিশিষ্ট সংগীত পরিচালক সুজেয় শ্যাম। গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে তাকে কলাবাগানের বাসা থেকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক রাখা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত সুজেয় শ্যাম কয়েক দিন ধরেই অসুস্থ। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। রক্তচাপও স্বাভাবিক ছিল না। মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতির অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করেন, তিনি করোনা পজিটিভ হতে পারেন। সুজেয় শ্যামের মেয়ে লিজা শ্যাম বলেন, যেহেতু বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল কোভিড-১৯ অথবা করোনা রোগীর জন্য বিশেষায়িত হাসপাতাল নয়, তাই চিকিৎসকেরা পরামর্শ দেন, করোনায় সংক্রমিত রোগীর চিকিৎসা করা হয়, এমন হাসপাতালে বাবাকে যেন ভর্তি করানো হয়। তারপর আমরা পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিই এবং যোগাযোগ করি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, বাবাকে এখন এখানেই ভর্তি করানো হয়েছে।স্বস্তির খবর হচ্ছে, এখানে কৃত্রিম উপায়ে বাবাকে শ্বাসপ্রশ্বাস দিতে হচ্ছে না। আজ এই হাসপাতালে বাবার আবার করোনা টেস্ট করা হবে। তখন নিশ্চিতভাবে জানা যাবে, বাবা আদৌ করোনা পজিটিভ কি না।
হাসপাতালে ভর্তি দেশবরেণ্য সুরকার ও সংগীত পরিচালক বাবার জন্য দোয়া চেয়েছেন তার মেয়ে লিজা শ্যাম। তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা করতে বলেছেন, যেন তার বাবার করোনা পজিটিভ না হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে দেশ স্বাধীনের ৪৫ বছর পর মুক্তিযোদ্ধার সনদ পান সুজেয় শ্যাম। তার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ভাতা পেতেন না বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক। দুই বছর ধরে তা পাচ্ছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে আছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোনরে তোরা শোন’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর