× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় করোনায় আরও আক্রান্ত ১০৪, মৃত্যু ২

করোনা আপডেট

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৩১ মে ২০২০, রবিবার

কুমিল্লা জেলা নতুন করে ১০৪ জনের করোনা আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে কুমিল্লা জেলায় ৯৭৫ জনের করোনা আক্রান্ত হলো। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শহরের ঝাউতলা ও লাকসাম রোড দক্ষিণ চর্থা মাদ্রাসা গলির দুই পরিবারের ৬ জন করে ১২ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এর মধ্যে শহরের লাকসাম রোডের মাদ্রাসা গলির বাসিন্দা কাশেমুল উলুম মাদ্রাসার এক শিক্ষকের মাসহ পরিবারের ৬ জন আক্রান্ত হয়েছে। শহরের তালপুকুর পাড়ের এক নারী ও একই এলাকায় বসবাসকারী এ নিউরো সার্জন, রেইসকোর্স কাঠেরপুল এলাকায় বসবাসকারী ডেলটা ফার্মার এরিয়ার ম্যানেজার এক বছরের কন্যা শিশু, স্ত্রীসহ আক্রান্ত ।শহরের জিলা স্কুল রোডের একজন ও নুরপুরের দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরিরত ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শহরের ঝাউতলাস্থ শেল টাওয়ারের আরেক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন দুইজন। শহরের কান্দিরপাড়ের একজন, গোলাম মোস্তফা সড়কের একজন চিকিৎসক, হযরতপাড়ার একজন করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লা সিএমএইচের কোয়াটারের দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।
সদর উপজেলার বারপাড়া ও চম্পকনগর হালিমানগরের একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক, দুই নার্স ও ৬ রোগীর করোনা  আক্রান্ত হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন নাজিরা বাজারের আবুল কাশেম (৪০) সকালে মারা গেছেন।  তিনি করোনার আক্রান্ত ছিলেন।
এদিকে ৩০ মে রাত সাড়ে ৮টায় করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা সার্কিট হাউসের কর্মচারী রেজাউল করিম। তিনি শহরের লাকসাম রোডের মডার্ণ হাসপাতালের কাছে থাকতেন। সকাল ৭টায় বুড়িচংয়ের বাকশিমুল গ্রামে তাকে দাফন করা হয়।
জানা গেছে, শহরের সরকারি মহিলা কলেজ গেইটের বাসিন্দা, মহানগর যুবদল নেতা মমিন আহমেদ রনির মা আখতার জাহান জোৎস্না (৬২) কুমিল্লার ফোরটিস হাসপাতালে সকাল ৭টায় মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন । শনিবার সন্ধ্যায় তাকে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। হাসপাতালের সুপারেন্ডেন্ট ডা. রাসেল আহমেদ চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চৌদ্দগ্রাম উপজেলায় পাশাকোটে ১,চান্দিশকরা ২,ফাল্গুনকরা ১, রামরায় গ্রামে ১, হাসপাতালের ১ মেডিকেল অফিসার সহ  ৬ জন করোনায় আক্রান্ত। বরুড়া  উপজেলায় সদরের পূর্ব পাড়ায় তিন জন আক্রান্ত ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরী বিভাগে কর্মরত আবদুল মালেক , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ পূর্বেই আক্রান্ত মাহমুদের বোন  হোসনেয়ারা বেগম  । আদ্রা গ্রামের আবদুল আলী ও একই ইউনিয়ন সোনাইমুড়ী গ্রামের শাহ এমরান করোনায় আক্রান্ত, এই দুইজনই ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।
এ দিকে কুমিল্লা জেলার দেবীদ্বারে ২১ জন, লাকসামে ১৭ জন, নাঙ্গলকোটে ৯ জন, চৌদ্দগ্রামে ৬ জন, মনোহরগঞ্জে ৪জন, বরুড়ায় ৪ জন, হোমনায় ৩জন, মেঘনায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর