× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

চৌদ্দগ্রাম পৌর মেয়রসহ ১৩ জনের করোনা শনাক্ত

করোনা আপডেট

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
১ জুন ২০২০, সোমবার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।
তিনি জানান, চৌদ্দগ্রাম উপজেলায় সর্বমোট ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২ জন। নতুন আক্রান্তরা হচ্ছেন- চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, রামরায় গ্রামের আমির হোসেন, মফিজুর রহমান, চাঁন্দিশকরা গ্রামের নাজমুল হোসেন, মুন্সিরহাট ইউনিয়নের মিজানুর রহমান সবুজ, চিওড়া ইউনিয়নের ধোড়করার শরিফুল ইসলাম, কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের ইমাম উদ্দিন, বুদ্দিনের ইমন, উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারের মাহবুব, ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুরে রিয়াদ, কাশিনগর ইউনিয়নের অলিপুরের বশির, আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের আবু সাঈদ ও কুলাসারের মুসা। গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে ৩১ মে রোববার রিপোর্ট পজেটিভ আসে। দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান স্বাস্থ্য কর্মকর্তা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর