× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহজাদপুরে বাঁধ ভেঙে ৩ শ’ হেক্টর ধান পানির নিচে

বাংলারজমিন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২ জুন ২০২০, মঙ্গলবার

আম্ফানের প্রভাবে সৃষ্ট উজানের ঢলে অস্বাভাবিক হারে বৃদ্ধিকৃত পানির প্রবল চাপে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামের হুরাসাগর নদীর তীরে নির্মিত নন্দলালপুর-নিমাইগাড়া ৫০ মিটার বাঁধ ভেঙে প্রায় ৩ শ’ হেক্টর জমির পাকা ও আধা-পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকের অপূরণীয় ও অবর্ণনীয় ক্ষতি হয়েছে ও ভেঙে গেছে তাদের ধান ঘরে তোলার স্বপ্ন। গত শনিবার রাতে হঠাৎ ওই বাঁধ ভেঙে বিলের ভেতরে পানি ঢুকতে শুরু করে। স্বল্প সময়েই বিল পানিতে পূর্ণ হয়ে জমিতে রোপিত প্রায় ৩ শ’ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে যায়। ওই বিলে ২-৩ ফুট পানির মধ্যে থাকা ধান কাটতে দেখা গেছে কতিপয় কৃষককে। শ্রমিক সংকট প্রকট হওয়ায় পানিতে তলিয়ে যাওয়া এসব পাকা-আধাপাকা ধান কাটতে পারেনি কৃষকরা। নন্দলালপুর গ্রামের কৃষক রওশন, শাহজাহান, মহাম, রঞ্জিতসহ অনেকেই জানান, ‘চলতি বছর ধানের বাম্পার ফলন হয়েছিলো। সিংহভাগ ধান পেকেও গিয়েছিলো।
দু’একদিনের মধ্যেই এসব ধান কেটে ঘরে তুলতাম। কিন্তু বিধিবাম। সব আশা ও স্বপ্ন অপূরণই রয়ে গেল।
 করোনার ক্রান্তিকালে এমনিতেই অতিকষ্টে পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে হচ্ছে। এ ধানের ওপরই সারা বছরের খরচাদি নির্ভর করে। কিন্তু চোখের সামনে সোনালী ধানের স্বপ্ন এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে- তা কল্পনাও করিনি। সামনের বছর জীবন-জীবিকার প্রশ্নে রীতিমতো চোখে সর্ষের ফুল দেখছি।’ এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম বলেন, ‘নন্দলালপুরে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর