× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় নতুন করে ৪৯ জন আক্রান্ত

করোনা আপডেট

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১ জুন ২০২০, সোমবার

কুমিল্লায় নতুন করে একদিনে ৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়েছে ১০২০ জন। ২৮ জন মৃত্যুবরণ করেছে। সিটি করপোরেশনে ১২ জন রয়েছেন। একজন গাইনী চিকিৎসকও আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে সার্কিট হাউসের গাড়ি চালক , কাউন্সিলরের পরিবারের ৪ সদস্য, ঢুলিপাড়ার একজন যুবক, হাউজিং এস্টেটের এক নারী, রেইসকোর্সের একজন রয়েছেন।
শহরের নানুয়া দিঘির দক্ষিনপাড়ের কোটবাড়ি হোন্ডিংস ভবনে বসবাসকারী এক চিকিৎসকের বাবার করোনায় আক্রান্ত।
 সদর উপজেলার পশ্চিম চানপুরের এক পুরুষ ও এক নারী , চম্পকনগরের একজন, নিশ্চিন্তপুরের দুইজনের করোনা আক্রান্ত  হয়েছে। সোমবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে-  চৌদ্দগ্রাম উপজেলায়  ১৩ জন,মুরাদনগর উপজেলায় ৩ জন, আদর্শ সদর উপজেলায় ৫ জন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ জন,বুড়িচং উপজেলায়  ৯ জন,কুমিল্লা নগরীতে ১২ জন, নাঙ্গলকোট উপজেলায় ৫ জন ও মেঘনা উপজেলায় ১ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৫৮ জন, মুরাদনগর ১৪৪ জন,কুমিল্লা সিটি কর্পোরেশন ১২৮ জন, লাকসাম ৬৮ জন, চান্দিনা ১০২ জন, তিতাসে ২৪ জন, দাউদকান্দি ২৫ জন,বরুড়া ১৮ জন, বুড়িচং ৬২ জন, মনোহরগঞ্জ ২১ জন, ব্রাহ্মণপাড়া ১৮ জন,নাঙ্গলকোট ৬৫ জন,হোমনা ১৫ জন, কুমিল্লা সদর দক্ষিণ ২৫ জন,লালমাই ৬ জন, চৌদ্দগ্রাম ৪৭ জন, আদর্শ সদর ৫৮ জন, মেঘনা ১৬ জন,কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জনসহ জেলায় আক্রান্ত ১ হাজার ২০ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৯ হাজার ৫৪৬ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ৮ হাজার ৫৯৯ জনের। এর মধ্যে ১ হাজার ২০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২৮ জন এবং সুস্থ হয়েছে ১৪২ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর