× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় সুস্থ হয়ে উঠছেন ২৯ লাখ মানুষ

অনলাইন

অনলাইন ডেস্ক
(৩ বছর আগে) জুন ২, ২০২০, মঙ্গলবার, ১১:১৮ পূর্বাহ্ন

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির দাপটে বিশ্ববাসী আজ কোনঠাসা। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। বাংলাদেশেও থেমে নেই ভাইরাসটির তাণ্ডব। অদৃশ্য ভাইরাসটিতে বাংলাদেশেও প্রতিদিন সহস্রাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে এর মধ্যে ইতিবাচক খবর হচ্ছে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠছেন। ইতিমধ্যে বিশ্বজুড়ে ২৯ লাখ মানুষ করোনা জয় করেছেন।


ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার সকাল ১০ টায় করোনা ভাইরাসে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ৫৩৩ জন। আর সুস্থ্ হয়ে উঠেছেন ২৯ লাখ ৩ হাজার ৬০৫ জন। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৩ হাজার ৪০৩ জন। ভাইরাস এখনও সক্রিয় ৩০ লাখ ৮৫ হাজার ৪৯১ জনের শরীরে। আর সুস্থতার পথে ৩০ লাখ ৩২ হাজার ৮৮ জন।

কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছেন ৬ লাখ ১৫ হাজার ৪১৬ জন, ব্রাজিলে ২ লাখ ১১ হাজার ৮০, স্পেনে সেরে উঠেছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে ১ লাখ ৬৫ হাজার ৯০০, রাশিয়ায় ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন, ইতালিতে ১ লাখ ৫৮ হাজার ৩৫৫, তুরস্কে ১ লাখ ২৮ হাজার ৯৪৭, ইরানে ১ লাখ ২১ হাজার চার, ভারতে ৯৫ হাজার ৭৫৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩১৫, পেরুতে ৬৮ হাজার ৫০৭ এবং ফ্রান্সে ৬৮ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া মেক্সিকোতে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৪৯১, সৌদি আরবে ৬৪ হাজার ৩০৪, কানাডায় ৪৯ হাজার ৭২৬, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৫০০, বেলজিয়ামে ১৫ হাজার ৯১৯, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৫৯৬, বাংলাদেশে ১০ হাজার ৫৯৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৪৪৬, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬১৯ এবং মালয়েশিয়ায় ৬ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে উঠেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর