× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

লোহাগাড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু

বাংলারজমিন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২ জুন ২০২০, মঙ্গলবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মুহাম্মদ এরশাদ (১২) নামের এক হাফেজখানায় পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত মুহাম্মদ এরশাদ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের
আমতলী দানেশ সিকদার পাড়ার আবদুল আজিজের ছেলে ও হাফেজ খানার ছাত্র ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। ওই সময় শিশু মুহাম্মদ এরশাদ মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবদুল আলম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর