× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কাপাসিয়ায় মা-মেয়ে ও বাবা-ছেলেসহ ৫ জন করোনা আক্রান্ত

বাংলারজমিন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
২ জুন ২০২০, মঙ্গলবার

কাপাসিয়ায় পৃথক পরিবারে নতুন করে মা -মেয়ে ও বাবা-ছেলে সহ ৫জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এনিয়ে কাপাসিয়ায় ৯১জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৭০ জন, একজনের মৃত্যুর পর করোনো সনাক্ত হয়েছিল।

কাপাসিয়া উপজেলা নির্বাহি অফিসার মোসা: ইসমত আরা জানান, ৮এপ্রিল থেকে ১৭এপ্রিল পর্যন্ত কাপাসিয়ায় ৭০জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের তিনজনকে কুর্মিটোলা ও মুগদা হাসপাতালে চিকিৎসা করা হয়। অন্যদের কাপাসিয়ার আইসোলেশন সেন্টার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ এবং রায়েদ পল্লী কমিউনিটি হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা করে ৬৯ জনই সুস্থ হয়েছে বাড়ি ফিরছেন। একজনের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়।
গত ৯মে থেকে আবার আজ পর্যন্ত আবারও ২১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গতকাল ও আজ উপজেলা সদরে মা- মেয়ে ও বাবা ছেলেসহ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়ে ঢাকায় চাকরি করেন।
আক্রান্তদের নিজস্ব বাড়িতে রেখে উপজেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি ও চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। তাদের বাড়ির এবং আশপাশের বাড়ি লকডাউন করাসহ সংশ্লিষ্ট সকলদের হুম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে কাপাসিয়ায় মোট শনাক্ত ৯১জন, সুস্থ ৭০জন, মৃত ১জন।
তিনি আরো জানান, আমাদের মাননীয় সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা জনাব সিমিন হোসেন রিমির সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগে সম্মিলিত প্রচেষ্টা কাপাসিয়ায় প্রায় ২৫ দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়নি। লকডাউন শিথিল করার পর থেকে আবার আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। ঈদের সময় ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে কাপাসিয়ায় লোক আসছে তার ফলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর