× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনার থাবায় নারায়ণগঞ্জে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৫

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৩ জুন ২০২০, বুধবার

করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ১২৪ জন আক্রান্ত হয়েছে। এবং মারা গেছে আরো ৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৭ জন এবং মৃত্যুর সংখ্যা ৮৫। এবং নতুন করে ৭ জনসহ সুস্থ হয়েছেন ৮১৩ জন।
মঙ্গলবার (২রা জুন) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেন। তাদের দেয়া তথ্যানুসারে, এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ২১০, বন্দর উপজেলায় ৮৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১১৯৭, রূপগঞ্জ উপজেলায় ৪২২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯০৩ ও সোনারগাঁও উপজেলায় ২২৮ জন। সুস্থ হওয়ার সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ৩৭, বন্দর উপজেলায় ১৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৭৭, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৪৮ ও সোনারগাঁও উপজেলায় ২৬ জন। মৃত্যুর সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮, সোনারগাঁও উপজেলায় ৮ জন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর