এক্সক্লুসিভ

কেরানীগঞ্জে আরো ১১ জনের করোনা শনাক্ত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২০২০-০৬-০৩

ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৪৯৭ জনে। নতুন করে করোনায় আক্রান্ত ১১ জনের মধ্যে ৯ জনই হচ্ছে জিনজিরা ইউনিয়নের। বাকি ২ জনের ১ জন হচ্ছে কালিন্দী ও অপর ১জন হচ্ছে রোহিতপুর ইউনিয়নের বাসিন্দা। জিনজিরার ১১ জনের মধ্যে আবার ৩ জন নারী রয়েছে। এপর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আক্রান্তের শীর্ষে অবস্থান করছে জিনজিরা ইউনিয়ন। জিনজিরা ইউনিয়নে আক্রান্তের শীর্ষ তালিকায় রয়েছে হাউলি ও মডেল টাউন এলাকা। অনেকেই জিনজিরা ইউনিয়নকে এখন করোনা আক্রান্তের ডেঞ্জার জোন হিসেবে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যে হাউলি ও এর পার্শ্ববর্তী মহল্লায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। জিনজিরা, আগানগর, শুভাঢ্যা ও কালিন্দী ইউনিয়নের মানুষ এখন করোনা আক্রান্তের চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এসব এলাকায় পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে আক্রান্তের তালিকায় র‌্যাব ও পুলিশের পরে রয়েছে কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী, সাজেদা হাসপাতাল, আদ্‌-দ্বীন হাসপাতাল ও পল্লী বিদ্যুৎ অফিস।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status