× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজার জেলার সেরা ১০টি স্কুল ও মাদ্রাসা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে
২ জুন ২০২০, মঙ্গলবার

জেলার ১৯০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭০ টি মাদ্রাসার মধ্যে জিপিএ ৫ এর ভিত্তিতে ২০২০ সালে ১০ টি স্কুল ও মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলা শিক্ষা অফিস কার্যালয়ের তথ্যানুযায়ী এবছরের সেরা ১০টি স্কুল হলো বি এ এফ শাহীন কলেজ কমলগঞ্জ। এবছর ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১৩৯ জন। কৃতর্কায হয়েছেন ১৩৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৮২ জন। ফলাফল শতভাগ। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়,মৌলভীবাজার সদর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৩৭ জন।
কৃতর্কায হয়েছেন ২৩৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ৭৪ জন। ফলাফল ৯৯.১৬ ভাগ।  রাজনগর আইডিয়েল হাই স্কুল রাজনগর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১১৭ জন। কৃতর্কায হয়েছেন ১১৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৫২ জন। ফলাফল ৯৯.১৫ ভাগ। দি বাডস রেসি: মপেল স্কুল এন্ড  কলেজ শ্রীমঙ্গল। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১১২ জন। কৃতর্কায হয়েছেন ১১০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৪৭ জন। ফলাফল ৯৮.২১ ভাগ। আলী আমজদ সরকারী উচ্চ বিদ্যালয়,মৌলভীবাজার সদর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৪০ জন। কৃতর্কায হয়েছেন ২২৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ৪২ জন। ফলাফল ৯৩.৩৩ ভাগ। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়,কুলাউড়া। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৪৬ জন। কৃতর্কায হয়েছেন ২২৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৯ জন। ফলাফল ৯১.৩৯ ভাগ। আর কে লাইসিয়াম উচ্চ  বিদ্যালয় বড়লেখা। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ জন। কৃতর্কায হয়েছেন ৬৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৭ জন। ফলাফল শতভাগ। নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়,কুলাউড়া। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৬৩ জন। কৃতর্কায হয়েছেন ২৩৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৭ জন। ফলাফল ৮৮.৯৭ ভাগ। দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল,মৌলভীবাজার সদর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১০৬ জন। কৃতর্কায হয়েছেন ১০২ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৬ জন। ফলাফল ৯৬.২৩ ভাগ। শ্রীমঙ্গল  সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় । মোট পরীক্ষার্থী ছিলো ১১৫ জন। কৃতর্কায হয়েছেন ১০৮ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৩ জন। ফলাফল ৯৩.৯১ ভাগ।
এদিকে জিপিএ ৫ এর ভিত্তিতে জেলার ১০টি সেরা মাদ্রাসা হলো ইটাউরী মহিলা দাখিল মাদ্রাসা বড়লেখা। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ৩২ জন।  জিপিএ ৫ পেয়েছেন ২ জন। পাশের হার ৯৬.৯৬ ভাগ। সুজাউল সিনিয়র মাদ্রাসা বড়লেখা। মোট পরীক্ষার্থী ২৭৬ জন। কৃতকার্য ২৩৩ জন।  জিপিএ ৫ পেয়েছেন ২ জন। পাশের হার ৮৪.৪২ ভাগ। সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা শ্রীমঙ্গল। মোট পরীক্ষার্থী ৩৭ জন। কৃতকার্য ৩৭  জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার শতভাগ। শ্রীপুর সিনিয়র মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৩৯ জন। কৃতকার্য ৩৮ জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৯৭.৪৩ ভাগ। সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কমলগঞ্জ। মোট পরীক্ষার্থী ১০২ জন। কৃতকার্য ৮৮ জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৮৬.২৭ ভাগ। গণকিয়া দাখিল মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ১৮ জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৫৪.৫৫ ভাগ। ফতেহপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা। মোট পরীক্ষার্থী ৪২ জন। কৃতকার্য ৪২ জন।  জিপিএ ৫ পেয়েছেন ০ জন। পাশের হার শতভাগ। ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৪১ জন। কৃতকার্য ৪১ জন।  জিপিএ ৫ পেয়েছেন ২ জন। পাশের হার শতভাগ। ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ৩৩ জন।  জিপিএ ৫ পেয়েছেন ০ জন। পাশের হার শতভাগ। গাজীপুর দাখিল মাদ্রাসা। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ৩৩ জন।  জিপিএ ৫ পেয়েছেন ০ জন। পাশের হার শতভাগ। মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদূদ ফলাফল নিয়ে মুঠোফোনে মানবজমিনকে জানান এবছর সিলেট শিক্ষাবোর্ডের মধ্যে কাছাকাছি দূরত্বে দ্বিতীয় সর্বচ্চো ৮০.৮৮ ভালো ফলাফল করেছে এজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর