× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নরসিংদীতে আরও নতুন ৫১ রোগী শনাক্ত

বাংলারজমিন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
৩ জুন ২০২০, বুধবার

নরসিংদীতে নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নরসিংদীতে এখন পর্যন্ত এটাই একদিনে শনাক্তকৃত রোগীর সর্বোচ্চ রেকর্ড।
এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬১৪ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ মে বৃহস্পতিবার করোনা উপসর্গযুক্ত ১৬৩  জনের নমুনা সংগ্রহ করে পরদিন পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৫১ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৩৭  জন সদর উপজেলার, ০৩  জন পলাশ উপজেলার, ০২ জন মনোহরদী উপজেলার, ০৫  জন শিবপুর উপজেলার ও ০৪ জন বেলাব উপজেলার রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট সংগৃহীত ৪০৩৫ টি নমুনার মধ্যে ফলাফল  পাওয়া গেছে  ৩৪১২টি নমুনার। এরমধ্যে মধ্যে ৬১৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। জেলাজুড়ে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৩১ জন, শিবপুরে ৪২ জন,পলাশে ৪৩ জন, মনোহরদীতে ১৬ জন, বেলাবোতে ৪১ জন ও রায়পুরাতে  ৪১ জন রয়েছেন। আক্রান্তদেরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন  ২৮ জন, হোম আইসোলেশনে ৩৬৭ জন।  এখন পর্যন্ত সদরে ০৫ জন, পলাশে ০১জন ও বেলাবোতে ০১জনসহ সর্বমোট মৃত্যুবরণ করেছেন ০৭ জন এবং
 সুস্থ হয়ে আইসোলেশনমুক্ত হয়েছেন ২১২ জন।

নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহিম জানান টিটন জানান, নরসিংদীতে দিনদিন নমুনা পরীক্ষা করতে আসা লোকজন বেড়ে চলেছে।
এদের মধ্যে অনেকেই স্ব-স্ব কর্মস্থলে নিজেদেরকে করোনা নেগেটিভ হিসেবে প্রমাণ করতে পরীক্ষা করাতে আসছেন।
এতে প্রকৃত রোগী নির্ণয়ে বিঘ্ন ঘটছে জানিয়ে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়ে ফলাফল পেতে এমনিতেই বিলম্ব হচ্ছে। তারউপর অযাচিত নমুনা দিতে আসা ব্যক্তিসহ বেশি সংখ্যক পরীক্ষার জন্য ফলাফল পাওয়া আরো বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব ব্যক্তিদেরকে বেসরকারি প্রতিষ্ঠান থেকে নমুনা পরীক্ষার পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯-এ আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হন। এ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের তালিকাভুক্ত ৭ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। এছাড়াও এপর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ১১ জন। এদিকে, নরসিংদী জেলায় ব্যক্তি উদ্যোগে ঢাকা থেকে পরীক্ষায় শনাক্তকৃতও বেশ কয়েকজন রোগী রয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর