× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

রাঙ্গাবালীতে বজ্রপাতে দিনমজুরে মৃত্যু

বাংলারজমিন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
৩ জুন ২০২০, বুধবার

 পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে ফয়জুল গাজী (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার সকল ১১ টার দিকে উপজেলার কাউখালী স্লুইসঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফয়জুল ছোটবাইশদিয়া ইউনিয়নের সাজিরহাওলা গ্রামের বজলু গাজীর ছেলে।
জানাগেছে, বুধবার সকাল থেকে বৃষ্টি চলছিল। এরমধ্যে কাউখালী স্লুইসঘাটের উত্তর পারে একটি মাছের ঘেরে মাটি কাটতে যায় ফয়জুল গাজী। তার সাথে আরও ৫ জন শ্রমিক ছিল। মাটিকাটার একপর্যায়ে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা বিরতি নেন। এসময় হঠাৎ করে ফয়জুল গাজীর মাথার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনা স্থলেই ফয়জুল গাজীর মৃত্যু হয়।
এছাড়াও আব্দুল কুদ্দুস নামের একজন আহত হয়েছে।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, বজ্রপাতে ফয়জুল গাজী মারা যায়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর