× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় মাস্ক না পরায় সাতজনকে জরিমানা

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩ জুন ২০২০, বুধবার

মাস্ক ব্যবহার না করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাতজনকে দুই হাজার ২০০টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.নাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ অর্থদণ্ড করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বিকেলে উপজেলার পৌরসদরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইউএনও মো.নাহিদ হাসানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মুখে মাস্ক ব্যবহার না করায় সাত ব্যক্তিকে বিভিন্ন হারে ২২০০টাকা অর্থদণ্ড করা হয়। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ লোকজনকে সচেতন করা হয়। অযথা কাউকে ঘুরাফেরা না করতেও অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদ হাসান বলেন, মাস্ক ব্যবহার না করায় সাতজনকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেও সাধারণ লোকজনদের সচেতন করা হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর