× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

৪২ দিন হিমঘরে থাকার পরও সন্তানের লাশ গ্রহণ করেননি পিতা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ থেকে
৪ জুন ২০২০, বৃহস্পতিবার

করোনার উপসর্গ নিয়ে মৃত আরাফাতের (১৭) লাশ দাফন করতে রাজি হয়নি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চড়ুইতলা গ্রামের মজনু মিয়া। ফলে ৪২ দিন যাবত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে আরাফাতের লাশ রাখার পর পিতা
মজনু মিয়া বুধবার ৩ জুন লিখিতভাবে জানান, ছেলের লাশ গ্রহন করবেন না।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালূকদার জানান, দীর্ঘ দিন
আরাফাতের লাশ হিমঘরে থাকায় বাবার লিখিত আবেদনের মাধ্যমে লাশ নিতে অনিচ্ছা
প্রকাশ করেন। পরিবার এবং এলাকাবাসীর নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।

তিনি আরো জানান, ধর্মীয় নিয়মানুযায়ী মরদেহ দাফনের বৃহস্পতিবার নগরীর
ভাটিকাশর গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।

ময়মনসিংহ সিভিল সার্জন একেএম মশিউল আলম জানান, গত ২০ এপ্রিল ময়মনসিংহ
নগরীর এস কে (সূর্য্য কান্ত) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়ে দুই
দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত হোসেন (১৭) নামের ঐ কিশোর।
মৃত্যুর পর নমুনা পরীক্ষায় আরাফাতের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি
পাওয়া যায়নি বলে জানান তিনি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর