× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

রূপগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক নিহত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৫ জুন ২০২০, শুক্রবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আশিকুর রহমান (৩৫) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় ঘটে এ ঘটনা। নিহত আশিকুর রহমান উপজেলার আউখাবো এলাকায় অবস্থিত ওয়ান পোলার নামক একটি গার্মেন্টেস এর কাভার্ডভ্যান চালক হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে গার্মেন্টের কাপড় বোঝাই কাভার্ডভ্যান উপজেলার আউখাবো এলাকায় অবস্থিত এ ওয়ান পোলার গার্মেন্টের উদ্দেশ্য রওয়ানা হয়। রাত দেড়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে। এ সময় কাপড় বোঝাই গাড়িটি তারা ছিনিয়ে নেয়ায় চেষ্টা করলে চালক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক ও গাইবান্ধার সাঘাটা থানাধীন কাঠুর এলাকার আব্দুল বারী ব্যাপারীর ছেলে আশিকুর রহমানকে গুরুত্বর জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহত চালক ও কাপড় বোঝাই কাভার্ডভ্যান রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
মুমূর্ষু অবস্থায় চালককে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকাটি ভোলাব তদন্ত কেন্দ্র থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব। এমনকি যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ।  এ কারণে কোনো ঘটনা ঘটলে ভোলাব তদন্ত কেন্দ্রে পুলিশ সেখানে পৌঁছেতে অনেক সময় লাগে। আর ভূলতা পুলিশ ফাঁড়ির দূরত্ব সবেমাত্র দেড় কিলোমিটার। কিন্তু স্থানটি ভোলাব তদন্ত কেন্দ্রের অধীনস্ত হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা জেনেও ভূলতা ফাঁড়ির পুলিশ বিষয়টি এড়িয়ে যায়। এ কারণে প্রায় সময়ই ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটে।
 এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ জনক ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর