বাংলারজমিন

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি সোহ্‌রাব উদ্দিনের সহধর্মিণী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২০২০-০৬-০৫

পারিবারিক কবরস্থান ‘শেষ ঠিকানায়’ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বেগম লুৎফুন্নেছা (৫৭)। গতকাল সকাল সোয়া ১০টায় পাটুয়াভাঙা দরগা বাজার ঈদগাহ্‌ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বেগম লুৎফুন্নেছা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনের সহধর্মিণী ও সাবেক নৌ-পরিবহন উপমন্ত্রী মরহুম এবিএম জাহিদুল হকের বোন। বুধবার বেলা ৩টা ৪৫মিনিটে রাজধানীর উত্তরাস্থ নিজ বাসায় তিনি মারা যান। সেখানে বাদ এশা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নিজ এলাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা দরগা বাজার ঈদগাহ্‌ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান কুমড়ী ব্রিজ সংলগ্ন ‘শেষ ঠিকানায়’ দাফন করা হয়। বেগম লুৎফুন্নেছা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখেছেন। শিক্ষা ক্ষেত্রেও বিশেষ ভূমিকা ছিলো তার। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status