অনলাইন

সিদ্ধিরগঞ্জে ১০০০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০২০-০৬-০৫

সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।  শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ, ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদার, এসআই গৌতম তেওয়ারী ও এএসআই মো: হেমায়েত উদ্দীন (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক মাদ্রাসা রোডস্থ জনৈক সাফায়েত হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়ার বসত অভিযান পরিচালনা করা হয়। এসময় খাটের নিচ থেকে পৃথক ৪টি প্ল্যাস্টিকেন বস্তা ভর্তি ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং আটক করা হয় আশরাফ আলী (৩৯) ও তার স্ত্রী মুক্তা (২৯)কে। পরে তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের সদর থানার কর্ণপুর এলাকায়। আটক দুইজরে তথ্যমতে তাদের সহযোগি জায়েদুল ইসলাম (২৫) কে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ফেনসিডিল বিভিন্ন পরিবহনের মাধ্যমে নানা পন্থায় এনে ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status